Apan Desh | আপন দেশ

মাইলস্টোন ট্রাজেডি: নিহত ভাই-বোনের পরিবারের পাশে রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫, ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি: নিহত ভাই-বোনের পরিবারের পাশে রিজভী

নিহত নাজিয়া-নাফির বাবার সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগ এলাকায় নাজিয়া-নাফির বাসায় যান রিজভী।

এ সময় নিহতদের বাবা আশরাফুল আলম রুহুল কবীর রিজভীকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কাছে নিজের সন্তানদের কবরের ওপর দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেয়া হয় তার দাবি জানান।

আরওপড়ুন<<>>মাইলস্টোন ট্রাজেডি: চলে গেল মাকিন, মৃত্যু বেড়ে ৩৩

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছুই হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারো কবর দেয়া না হয়, সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহবায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, তাসিন, মুসাদ্দিক প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়