Apan Desh | আপন দেশ

এনসিপি নেতাকর্মীদের বহরে হামলা, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:০৭, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৭:০৮, ১৬ জুলাই ২০২৫

এনসিপি নেতাকর্মীদের বহরে হামলা, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ

ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ।

বুধবার (১৬ জুলাই) একাধিক বিবৃতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে দলগুলোর শীর্ষ নেতারা এ হামলার নিন্দা জানান। ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তারা।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটার চেষ্টা করছে। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জানমাল রক্ষা ও আবারও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

ফেসবুক পোস্টে জামায়াত আমীর ‍উদ্বেগ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বস্তরের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।

পোস্টে তিনি লেখেন, কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।

জামায়াত আমীর বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খল কাজ থেকে বিরত থাকার আহবান জানাই ও শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহবান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন। আমিন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে লেখেন, প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন। কোনোক্রমেই যেন অঘটন না ঘটে। প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক। গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেয়া যাবে না।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়