Apan Desh | আপন দেশ

‘গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৮:০১, ১৪ জুলাই ২০২৫

‘গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়’

ফাইল ছবি।

চলতি বছর দেশে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে- এমন দাবি সঠিক নয়। বরং গত ১০ মাসে প্রধান প্রধান অপরাধ বিভাগের পরিসংখ্যানে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়।

আরওপড়ুন<<>>বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা

পরিসংখ্যান অনুযায়ী, ১০ মাসে মোট খুন হয়েছে ৩ হাজার ৫৫৪টি। যারমধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৫৮৩টি খুনের ঘটনা ঘটে এবং সর্বনিম্ন এ বছরের জানুয়ারিতে ২৯৪টি। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪ হাজার ১০৫টি। যারমধ্যে এ বছরের এপ্রিলে সর্বোচ্চ ৫৩৭টি ঘটনা ঘটে। আর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে ৫টি।

পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, ১০ মাসে অপহরণ হয়েছে ৮২৯টি, চুরি ৭ হাজার ৩১০ এবং ডাকাতির ঘটনা ঘটেছে ৬১০টি। এসব বিষয়ে সর্বসাকুল্যে পুলিশের কাছে মোট মামলা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৫টি।

বিবৃতিতে আরও বলা হয়, পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।

প্রেস উইং নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়