Apan Desh | আপন দেশ

‘রফতানি সম্ভাবনায় ন্যাশনাল হালাল ল্যাবরেটরি হবে মাইলফলক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ১৪ জুলাই ২০২৫

‘রফতানি সম্ভাবনায় ন্যাশনাল হালাল ল্যাবরেটরি হবে মাইলফলক’

ন্যাশনাল হালাল ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান

আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরি এবং হেলমেট টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

সোমবার (১৪ জুলাই) বিএসটিআই কার্যালয়ে ল্যাব দুটি উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে হালাল পণ্যের একটি বিশাল বাজার রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে প্রচুর পণ্য রফতানির সুযোগ আছে।

আমরা আশা করছি, এ ল্যাব উদ্বোধনের মাধ্যমে দেশের হালাল পণ্যের উৎপাদন কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে এ দেশের ব্যবসায়ীরা নতুন সংযোগ স্থাপন করতে সফল হবেন।

হেলমেট তৈরিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বিদেশের আমদানি করা হেলমেটগুলো টেস্ট করছি। প্রচুর চাহিদা থাকলেও আমরা এখনও আমদানি নির্ভর। আশা করব, বাংলাদেশি যেসব উদ্যোক্তা রয়েছেন, তারা উন্নতমানের হেলমেট তৈরি করবেন। সড়কে, নির্মাণ ও শিল্পখাতে যারা আছেন তারা এ হেলমেট ব্যবহার করবেন।

এদিন বিকেলে এ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, এফবিসিসিআই'র সেক্রেটারি জেনারেল ও প্রাক্তন অতিরিক্ত সচিব মো. আলমগীর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।

আরওপড়ুন<<>>‘গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়’ 

শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের চাহিদা বাড়ছে। এমন বাস্তবতায় বিএসটিআই’র হালাল সার্টিফিকেশনের যাত্রা এবং প্রতিষ্ঠানটিতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি স্থাপন একটি সময়োপযুগী সিদ্ধান্ত। এছাড়া তিনি হেলমেট ক্রয়-বিক্রয়, ব্যবহারের আগে বিএসটিআই'র এবং লোগোকিউআরকোড সংযুক্ত কিনা তা যাচাই করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।

মোটরবাইকে রাস্তায় চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, মানসম্পন্ন হেলমেট বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্যের অন্তর্ভূক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে মানসম্পন্ন হেলমেট যাচাইয়ের নিজস্ব ল্যাব ছিল না। বিশ্বমানের পরীক্ষণ যন্ত্রপাতির মাধ্যমে এখন থেকে দেশে উৎপাদিত ও আমদানি করা হেলমেটের মান যাচাই করা যাবে। এটি ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সহায়তা করবে।

বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, বিশ্বে হালাল পণ্যের চাহিদা শুধু মুসলিম দেশেই নয়, বরং গ্লোবাল মার্কেট জুড়ে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হালাল এখন আর শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের প্রতিফলন নয়, এটি এক ধরনের গ্লোবাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে। যা খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সচেতন ভোক্তা আচরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 

তিনি আরও বলেন, ন্যাশনাল হালাল ল্যাব এবং দেশের একমাত্র পূর্ণাঙ্গ হেলমেট টেস্টিং ল্যাব আমাদের জাতীয় মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুসংহত করবে। হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশে এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিতকরণে এ উদ্যোগ হবে মাইলফলক। 

এদিকে, হালাল ল্যাব উদ্বোধন উপলক্ষে বিএসটিআই প্রাঙ্গণে নিজ নিজ কোম্পানির হালাল পণ্যের প্রদর্শনী করছে দেশি-বিদেশি দশ প্রতিষ্ঠান। প্রদর্শনীতে প্রাণ, নেসলে, অলিম্পিক, আকিজ, কোকোলা ফুড, রিমার্ক এইচবি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বেঙ্গল মিট, নিউজিল্যান্ড ডেইরি, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড অংশ নিয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়