Apan Desh | আপন দেশ

‘ফ্রি ইন্টারনেট ডে’তে ১ জিবি ফ্রি ডেটা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৪০, ৯ জুলাই ২০২৫

‘ফ্রি ইন্টারনেট ডে’তে ১ জিবি ফ্রি ডেটা দিচ্ছে সরকার

ফাইল ছবি

আগামী ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করবে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডেটা দেয়া হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত জানিয়েছে। 

বুধবার (০৯ জুলাই) এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বিটিআরসি জানিয়েছে, ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। মোবাইল অপারেটরদের আগেই গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ অফারের তথ্য জানাতে হবে। এ সিদ্ধান্ত মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক বৈঠকের পর অনুমোদন করা হয়।

বিটিআরসি বলেছে, এ উদ্যোগ জনগণের ডিজিটাল অধিকার, স্বাধীনতা ও অংশগ্রহণের বার্তা বহন করে। জুলাই মাসের গণ-আন্দোলনের স্মরণে এ প্রতীকী পদক্ষেপ নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলালিংকের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান তায়িমুর রহমান বলেন, জুলাইয়ের চেতনার প্রতি সম্মান জানিয়ে ইন্টারনেট প্রবেশাধিকার নিয়ে আমরা সচেতন। বিটিআরসির চিঠি পর্যালোচনা করে আমরা পদক্ষেপ নেব।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন দমনে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে সরকার। এরপর আগস্টে ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হয়। চলতি বছর সে ঘটনার বর্ষপূর্তিতে ‘ফ্রি ইন্টারনেট ডে’ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়