Apan Desh | আপন দেশ

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৫, ১৪ জুলাই ২০২৫

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

ছবি: আপন দেশ

আনন্দঘন পরিবেশে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মৌসুমি ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে সংগঠনের কার্যালয়ে মহিউদ্দিন ম্যানসন-২ কালীগঞ্জে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে আম, কাঁঠাল, আনারস, লটকন, ড্রাগন, বিলেতি গাব, রাম ভুটান, আমড়া, বিলম্ব, জাম্বুড়া, আমলকি ও কলাসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। মৌসুমি ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার। ঠিক এ ভাবনাকে কেন্দ্র করেই দেশীয় এ ফল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ ওমর ফারুক। সহ-সাধারণ সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন, কালীগঞ্জ বাজারের ব্যবসায়িক প্রতিনিধি আলী হোসেন খোকনসহ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ ওমর ফারুক। এর আগে পবিত্র কোরান তিলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলম, নির্বাহী সদস্য মু.নাজমুল ইসলাম ও জহিরুল ইসলাম, সদস্য ফয়সাল দেওয়ান, মনির আহম্মেদ, তাইজুল ইসলাম, আবুল হাসনাত, আরফান মীর, কালীগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সদস্য মূ. সোহারাব আলী সরকারসহ সংগঠনের সদস্যবৃন্দ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়