Apan Desh | আপন দেশ

রাজধানীর ৪ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ৮ জুলাই ২০২৫

রাজধানীর ৪ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ফাইল ছবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ৪ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষিদ্ধ  এলাকাগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’। একইসঙ্গে এর আশপাশের এলাকায় যেকোনো সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে।

মঙ্গলবার (০৮ জুলাই) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য কথা জানানো হয়েছে।নির্দেশনাটি বুধবার (০৯ জুলাই) থেকে কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে ৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টো রোড) যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়