Apan Desh | আপন দেশ

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, স্ত্রীর আর্তি তারেক রহমানের কাছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১৮:০৬, ৭ জুলাই ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, স্ত্রীর আর্তি তারেক রহমানের কাছে

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি নেতা আব্দুল মতিন সরকার শিরিন ও আবু সাঈদ হোসেন পাখীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ ও পরিবারের নিরাপত্তার দাবিতে সাংবাদ সম্মেলন করেছেন পাখীর স্ত্রী রেবিনা হোসেন।

রোববার (০৬ জুলাই) বিকেলে চিলমারী উপজেলার বালাবাড়ি রেলস্টেশনের পাশে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে রেবিনা হোসেন বলেন, ৩ জুলাই চিলমারী উপজেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। এতে দীর্ঘদিনের ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা আবু সাঈদ হোসেন পাখিকে ৫নং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এ কমিটিতে পদ না পাওয়ায় একাংশের ত্যাগী নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। সে মিছিলেই সংঘর্ষের নাটক সাজিয়ে বর্তমান আহবায়ক আব্দুল বারী সরকার ও সদস্য সচিব নেতৃত্বে পেটোয়া বাহিনী হামলা চালায়। পরে ৪ জুলাই চিলমারী থানায় পাখি, শিরিনসহ ৪৪ জনের নাম উল্লেখ করে ও ৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।

রেবিনা বলেন, মামলার রাতেই পুলিশ আমার বাড়ি ঘিরে ফেলে, মূলগেট ভেঙে ঢুকে আমাকে গালিগালাজ করে। আমি ও আমার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। রাতে হুন্ডার বহর এসে ভয় দেখায়। অপহরণের হুমকিও দিচ্ছে।

তিনি আরও বলেন, থানায় একাধিকবার মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো তার স্বামী, নিজেকে ও পরিবারের সদস্যদের হয়রানি করছে।

রেবিনা দাবি করেন, তার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী। রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও কখনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন না। অথচ মিথ্যা তদন্তের মাধ্যমে তাকে ও মতিন সরকার শিরিনকে দলে অব্যাহতি দেয়া হয়েছে। যা চিলমারী বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানিয়ে বলেন, এ অব্যাহতি প্রত্যাহার করে যথাযথ মূল্যায়ন করুন। একইসঙ্গে আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও জানান, আন্দোলনের সময় পাখি নিজের বাবার সম্পদ বিক্রি করে মামলার খরচ চালিয়েছেন। আজ তাকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি এ হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়