Apan Desh | আপন দেশ

‘মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ১২ জুলাই ২০২৫

‘মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা সবাই অসহিষ্ণু হয়ে গেছি। এটা শুধু সবার সহযোগিতাই কমিয়ে আনা সম্ভব। লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের কাজ হলো, তাদের আইনের হাতে সোপর্দ করা। দ্রুত বিচারের কাজ আদালতের।

সবার প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। কোনও ঘটনা ঘটলে সেটা যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তারাই আইনগত ব্যবস্থা নেবে।

অনেকে অভিযোগ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী এখনো কঠোর হচ্ছে না। এমন অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেফতার করা হলো? গতকাল কাঠমান্ডুর বিমানের ফ্লাইটে ফেরত আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। তারা যখনই জানতে পারছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে হয়তো বা কিছু সময় লাগতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়