
ফাইল ছবি
ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া সাবেক ১২ কর্মকর্তার বরাদ্দ বাতিল করেছে গণপূর্ত মন্ত্রণালয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকল্পে এসব ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছিল।
মঙ্গলবার (০৮ জুলাই) এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়ের এক সূত্র।
ধানমন্ডি আবাসিক এলাকার ৬ /এ সড়কের ৭১১ নম্বরে নির্মাণাধীন ভবনে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বরাদ্দ করা মোট ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সাবেক এ কর্মকর্তাদের ফ্ল্যাট বাতিলের বিষয়টি নিয়ে কাজ শুরু হয়।
যাদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে, তারা হলেন সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।