Apan Desh | আপন দেশ

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে: তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ২৫ জুন ২০২৫

আপডেট: ১৫:২২, ২৫ জুন ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে: তদন্ত কমিশন

ছবি : আপন দেশ

বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের একাধিক নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম এর নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তদন্ত কমিশন।

সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।

পিলখানা হত্যাকাণ্ডের তৎকালীন তদন্ত কমিটি তাদের কাজে চরম অবহেলা করেছে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের সভাপতি। তখন গণমাধ্যমও বিষয়টি ভিন্নখাতে নেয়ার কাজ করেছে বলেও আভিযোগ করেন তিনি। তখন সময়মতো সামরিক ব্যবস্থা নেয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত বলে মনে করেন ফজলুর রহমান।

এছাড়া তদন্তের অগ্রগতির বিষয়ে জানিয়ে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে ইতোমধ্যে ১৫৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য এখনও তালিকায় আছেন ৫০ জন। বর্তমানে পলাতক আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবীর নানকও পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছিলেন বলে জানিয়েছে তদন্ত কমিশন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!