Apan Desh | আপন দেশ

দেশের পথে প্রধান উপদেষ্টা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ১৪ জুন ২০২৫

আপডেট: ০৯:৫৩, ১৪ জুন ২০২৫

দেশের পথে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চার দিনের যুক্তরাজ্য সফর শেষে লন্ডন ত্যাগ করেছেন। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

সফরকালে বৃহস্পতিবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন ড. ইউনূস। এ সময় তাকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। বিশ্বব্যাপী মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

শুক্রবার (১৩ জুন) প্রফেসর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। 

সূত্র মতে, তারেক রহমানের প্রস্তাবে ড. ইউনূস জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। তবে এর জন্য দেশে বিচারিক সংস্কারসহ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন জরুরি।

এছাড়া সফরকালে তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবারের সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গিয়েছে। এ বিষয়ে ব্রিটিশ সরকার বাংলাদেশকে সক্রিয় সহযোগিতা করছে বলেও তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, এ সহযোগিতার অন্যতম উদাহরণ হচ্ছে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যস্থ সম্পদ জব্দের ঘটনা।

সফরের সার্বিক দিক বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, এটি ছিল কূটনৈতিকভাবে অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান