Apan Desh | আপন দেশ

সরকারি চাকুরেদের আন্দোলন বুধবার স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২৭ মে ২০২৫

আপডেট: ২১:১৯, ২৭ মে ২০২৫

সরকারি চাকুরেদের আন্দোলন বুধবার স্থগিত

ছবি: আপন দেশ

আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে। আগামীকাল বুধবার (২৭ মে) নাগাদ স্থগিত থাকবে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা কর্মসূচি পালন করছিল। মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন।

এ বৈঠকের পর ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর ফলে, আগামীকাল বুধবার সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। এদিন আন্দোলনকারীদের দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে অবহিত করবেন আলোচনায় অংশ নেয়া সচিবরা।

এদিকে, ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন তিনি সচিব। ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক চলে। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।

আরও পড়ুন<<>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন চাকরি ফেরত পাচ্ছেন

এর আগে, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে সকালে মন্ত্রিপরিষদ সচিব বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সে সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেয়া হয়।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। গত শনিবার থেকে তাদের এ আন্দোলন শুরু হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়