
ছবি: আপন দেশ
অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অনেক ক্ষেত্রেই কেন যেন অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্য শেখ হাসিনার সঙ্গে মিলে যাচ্ছে, এটা জনগণ কোনভাবেই প্রত্যাশা করেনি।
মঙ্গলবার (২০ মে) দুপুরে খিলক্ষেতের তেতুলতলা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় আহত রাকিবুলকে দেখতে যান দলের নেতাকর্মীরা।
আরওপড়ুন<<>>অন্তর্বর্তী সরকার জিওস্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে পারে না: আমীর খসরু
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এ সরকার নিজেদের ওপর অর্পিত দায়িত্ব বাদ দিয়ে অন্য কাজে যাচ্ছেন। তারা সত্যিকার অর্থে সততার সঙ্গে কাজ করলে নির্বাচনের ডেট লাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন।
বিএনপি গায়ের জোরে নগরভবন বন্ধ রেখে আন্দোলন করছে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন,তিনি আমাদের চাইতে বয়সে অনেক ছোট। হঠাৎ রাষ্ট্রীয় একটা গুরু দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে।
আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না অভিযোগ করে রিজভী বলেন, এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। তিনি প্রশ্ন রাখেন— চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।
তিনি আরও বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেয়া হয়। অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন।
আরওপড়ুন<<>>ডিসেম্বরে নির্বাচন হতে পারে, তবে জুনের পরে নয়: প্রধান উপদেষ্টা
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন,কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতার কাছাকাছি থাকবেন। আর আজকে ২০ হাজার নেতাকর্মী যারা আহত এবং প্রায় দেড় হাজার নেতাকর্মী জীবন দিল তাদেরকে আপনারা ক্রমাগতভাবে ভুলে যাচ্ছেন। তাদের জন্যই বাজেটে বরাদ্দ কম। আর আপনারা আপনাদের বাজেট কেন বৃদ্ধি করছেন, এটা জনগণ জানতে চায়।
এখনও জুলাই আগস্টের সংগ্রামী অনেক নেতাকর্মী বিছানায় কাতরাচ্ছেন। আর আমরা দেখছি, বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, তারা সেখানে নানা ধরনের নাটক-বায়োস্কোপ জনগণকে দেখানোর চেষ্টা করছেন। জনগণের প্রকৃত মুক্তি যদি না ঘটে খাদ্য বাসস্থানসহ তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে প্রাণে গ্রহণ করবে না।
এ সময় জুলাই-আগস্টের আন্দোলনে আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সঙ্গে কথা বলেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয়। এছাড়া যেকোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন নেতারা।
আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।