Apan Desh | আপন দেশ

‘সব দলের সিদ্ধান্তে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১২ মে ২০২৫

‘সব দলের সিদ্ধান্তে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে’ 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, সব দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এ বিষয়টি সবাই গ্রহণ করেছে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড।

দু-একটি দল-মতে ভিন্নতা থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, সেটা কোনো বিষয় নয়। নিষিদ্ধের বিষয় নিয়ে আমরা সব দলের সঙ্গেই কথা বলেছি।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আরওপড়ুন<<>>অনলাইনে আ. লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার

আওয়ামী লীগের শাসনকালের সমালোচনা করে শফিকুল আলম বলেন,  তারা মানুষ খুন করেছে, তিন হাজার মানুষ গুম করেছে। মানুষকে আয়না ঘরে ধরে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দেয়া হয়েছে। এর থেকে বাচ্চারাও মুক্তি পায়নি। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এটাই তাদের নিষিদ্ধ হওয়ার বড় কারণ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই-আগস্টে ১৪শ মানুষকে হত্যা করা হয়েছে বলে যোগ করেন তিনি।

আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটের শকির জাতীয় পার্টিসহ অন্যান্য দলগুলো নিষিদ্ধের কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সুস্পষ্ট রয়েছে। অন্য দলগুলোর ভূমিকা সেভাবে আসেনি। হত্যা-গুম সবকিছু শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এজন্য আওয়ামী লীগ সুস্পষ্টভাবে দায়ী।

শফিকুল আলম বলেন, মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি আওয়ামী লীগ যে কি পরিমাণ লুপটাপ করেছে সেটা আপনারা জানেন। একটি কোম্পানি ইসলামী ব্যাংক থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে। আওয়ামী লীগের একজন কবিতা পাঠ করেন, তিনিও ফামার্স ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে গেছেন। এভাবে দেশের বিশাল সম্পদ লুট হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়