Apan Desh | আপন দেশ

অতিরিক্ত ভাড়া আদায়, দূরপাল্লার বাসে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩৯, ২৬ মার্চ ২০২৫

অতিরিক্ত ভাড়া আদায়, দূরপাল্লার বাসে জরিমানা

ছবি: আপন দেশ

আসন্ন ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিভিন্ন বাস কোম্পানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বুধবার (২৬ মার্চ) বিআরটিএ’র অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় বিভিন্ন পরিবহন কোম্পানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে গাবতলী ও মহাখালী টার্মিনালের প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া গেছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি ও লক্ষীপুরগামী নীলাচল পরিবহন ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরওপড়ুন<<>>চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

এছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহন দুই যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা এবং মিরপুর ডি লিংক ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ফুলবাড়ীয়া বাস টার্মিনালে অভিযান চালিয়ে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ জানিয়েছে, যাত্রীদের স্বাভাবিক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঈদযাত্রার পুরো সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়