Apan Desh | আপন দেশ

মুক্তিযুদ্ধকে এবারও ‘ভারতের যুদ্ধ’ আখ্যা দিল মোদি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৫১, ১৬ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধকে এবারও ‘ভারতের যুদ্ধ’ আখ্যা দিল মোদি

ছবি সংগৃহীত

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন।

তিনি এক পোস্টে ভারতের সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছিলেন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

আরও পড়ুন<<>> আ.লীগ স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করেছিল: জামায়াত আমীর

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনেই বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক মালয়েশিয়ার দেয়া সব শর্ত মানা সম্ভব নয় : আসিফ নজরুল ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘ প্রতিবেদনের ঐতিহাসিক স্বীকৃতি ইসিকে শক্ত অবস্থানে থাকার আহবান মঈন খানের লাশ পোড়ানোর মামলায় জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল শুধু ভোটের দিন নয়, প্রতিদিন গণতন্ত্র রক্ষা করতে হয়: মির্জা ফখরুল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য: প্রধান উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ