Apan Desh | আপন দেশ

শুক্রবার যে সম‌য়ে চল‌বে মে‌ট্রো‌রেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শুক্রবার যে সম‌য়ে চল‌বে মে‌ট্রো‌রেল

ফাইল ছবি

প্রথমবা‌রের ম‌তো শুক্রবা‌রেও যাত্রী সেবা দি‌তে যাচ্ছে মে‌ট্রো‌রেল। শুক্রবার (২০ সে‌প্টেম্বর) থেকে এ সেবা শুরু হ‌বে। ত‌বে শুক্রবার নি‌র্দিষ্ট সম‌য়ে চল‌বে মে‌ট্রো‌রেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। একইসঙ্গে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের ওপর ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ার ঘটনায় বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়