
বিএফইউজে-ডিইউজের লোগো
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
শনিবার (২৪ মে) এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ঈদের ছুটি এগিয়ে এলেও এখনও অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। অনেক প্রতিষ্ঠান নামমাত্র বেতন দিয়ে ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিলেও তা কার্যকর করছে না। ফলে সাংবাদিকরা ঈদের আগে আর্থিক সংকটে পড়ছেন।
আরওপড়ুন<<>>গণঅভ্যুত্থানের পরও আত্মনিয়ন্ত্রণ বেড়াজালে গণমাধ্যম
তারা অবিলম্বে বেতন ও বোনাস পরিশোধের আহবান জানান। হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নেতারা বলেন, যদি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সরকার ঘোষিত সুবিধা গ্রহণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অবস্থান নিতে বাধ্য হবে সাংবাদিক ইউনিয়ন।
এতে আরও বলা হয়, সরকার ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এখনও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতারা সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহের ছুটি ঘোষণার দাবি জানান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।