
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আছান উল্লাহ। গণিত বিভাগের শিক্ষার্থী কাউছার আহমেদ সাধারণ সম্পাদক হয়েছেন। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক যুক্ত হয়েছেন। তারা সংগঠনের অভিভাবক হিসেবে সাহিত্য সংসদকে সামনের দিকে এগিয়ে নিতে দিকনির্দেশনা দেবেন।
সাহিত্য সংসদের নেতারা জানান, সাহিত্য জীবনের দর্পণ, যা সমাজের চিত্র তুলে ধরে। নতুন এ কমিটির হাত ধরে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিভিত্তিক চর্চার নতুন মাত্রা সৃষ্টি হবে। খুব শিগগিরই সংগঠনটি একটি বইমেলার আয়োজন করবে।
আরওপড়ুন<<>>গাজায় গণহত্যা- অনাহারে মৃত্যুর প্রতিবাদে কবিতা পাঠ
সভাপতি আছান উল্লাহ বলেন গোবিপ্রবিতে বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চার অন্যতম প্লাটফর্ম এ সাহিত্য সংসদ। বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা, এখানে অ্যাকাডেমির বাইরে নানামুখী জ্ঞানচর্চায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গোবিপ্রবি সাহিত্য সংসদ সেরা বন্ধু হিসেবে বিবেচিত হতে পারে। সাপ্তাহিক পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলে গোবিপ্রবি সাহিত্য সংসদ।
তিনি আরও বলেন, ‘বলার আগে ভাবুন, ভাবার আগে পড়ুন’ এ স্লোগানকে ধারণ করে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুললে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব। বই পড়ে নিজের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র এবং ক্যারিয়ারে কাজে লাগাতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিতে চাই। এবারের নতুন কমিটি গোবিপ্রবিকে অসাধারণ কিছু প্রোগ্রাম উপহার দিবে বলে আশা রাখছি।
সাধারণ সম্পাদক কাউসার আহমেদ বলেন, ক্যাম্পাসে পাঠচক্র ও জ্ঞানচর্চার ব্যাপক প্রসার ঘটিয়ে গোবিপ্রবি সাহিত্য সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক বিপ্লব সৃষ্টি করতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্য পত্রিকা 'সংশপ্তক' নিয়ে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। পত্রিকাটি গোবিপ্রবির সাহিত্য চর্চার নতুন দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, গোবিপ্রবি সাহিত্য সংসদ নিয়মিত পাঠচক্র, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সৃজনশীল লেখালেখির পাশাপাশি ছোট কাগজ প্রকাশ ও সাহিত্যপত্র সম্পাদনার কাজও করছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত হবে প্রত্যাশা শিক্ষার্থীদের।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।