Apan Desh | আপন দেশ

দুটি সাহিত্যের মোড়ক উম্মোচন করলো উত্তরা ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:১০, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৩২, ১১ মার্চ ২০২৫

দুটি সাহিত্যের মোড়ক উম্মোচন করলো উত্তরা ইউনিভার্সিটি

ছবি: আপন দেশ

অমর একুশে বইমেলা ২০২৫-এ গুরুত্বপূর্ণ দুটি সাহিত্যের মোড়ক উন্মোচন করলো উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির বই উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীরা।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমানের রচিত ডিপ ইনসাইড ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘লেখনী’ উন্মোচিত হয়। এ প্রকাশনাগুলো একাডেমিক ও সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ সংযোজন, যা জ্ঞান ও সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি তুলে ধরবে বলে মনে করছেন উপাচার্য ইয়াসমীন আরা লেখা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য মহামারী বিশেষজ্ঞ ও বিআইআরপিইআরআইটি-এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. হালিদা হানুম আখতার। তিনি লেখকদের মূল্যবান অবদানের জন্য অভিনন্দন জানান ও সাহিত্য ও একাডেমিক চর্চায় এমন প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন>>>মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

উত্তরা ইউনিভার্সিটি সর্বদা সাহিত্য, গবেষণা ও একাডেমিক বিষয়ে সফলতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন বিভাগের ডীন, চেয়ারম্যান, বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা এ আয়োজনকে আরো সুন্দর, স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক করে তোলে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা