ফাইল ছবি
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে এ দিন ধার্য করেন।
দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান আদালতে যুক্তি উপস্থাপন করেন। তিনি অভিযোগগুলো গুরুতর এবং প্রমাণিত হওয়ায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।
আরও পড়ুন <<>> নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
আদালত সূত্রে জানা যায়, শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তারা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা সম্ভব হয়নি।
তবে মামলার একমাত্র কারাবন্দি আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম শুনানিতে অংশ নেন। তিনি আদালতকে জানান, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তাই তিনি মক্কেলের খালাস প্রার্থনা করেন।
উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখে আগামী ২ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































