Apan Desh | আপন দেশ

প্লট বরাদ্দে জালিয়াতি

হাসিনা-রেহানা-টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:০২, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:০৬, ১ ডিসেম্বর ২০২৫

হাসিনা-রেহানা-টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের এক টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। গত ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

আরও পড়ুন : আইভীর জামিন স্থগিতের আবেদন না শুনে নতুন তারিখ নির্ধারণ

এদিকে, এ রায় ঘিরে আদালত চত্বরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  সকালে থেকে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্য মোতায়েন করা হয়।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়