Apan Desh | আপন দেশ

কেউ  নির্বাচন ঠেকাতে পারবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ১৫ নভেম্বর ২০২৫

কেউ  নির্বাচন ঠেকাতে পারবে না: আইজিপি

ছবি: আপন দেশ

আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না। কারণ মানুষ নির্বাচন চায়, এটাই হলো আমাদের বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন<<>>নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

তিনি বলেন, প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে। ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে। বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলবো। বন্ধগুলোতে আবার ভোট করবো। কেউ ঠেকাতে পারবে না, সন্ত্রাসীরাও না। 

মৃত্যুহীন নির্বাচন চাই জানিয়ে আইজিপি বলেন, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ নির্বাচনে হামলা হয়েছে। কোনও নির্বাচন মৃত্যুহীন হয়নি, কখনও ৫, কখনও ১০, কখনও ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার আমরা চাই না একটাও মৃত্যু হোক।

বিগত নির্বাচন নিয়ে সমালোচনা আছে উল্লেখ করে তিনি বলেন, খুলনায় পুলিশের সব ইউনিটে নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। গত তিনটা নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। আমরা যেন সেসব বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পারি সে চেষ্টা করতে হবে। আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবো। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন। এখনও কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে। কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়