সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে সোমবার (২২ ডিসেম্বর) এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
কর্মকর্তাদের দেয়া তথ্যানুসারে, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ৩৪ জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী জাকার্তা থেকে যোগকার্তা শহরে যাচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার কারণ বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































