Apan Desh | আপন দেশ

ভারতে থাকা নিয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:৪২, ৬ ডিসেম্বর ২০২৫

ভারতে থাকা নিয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

শেখ হাসিনা ও এস জয়শঙ্কর।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। এক বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাই ঢাকা হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার অনুরোধ করেছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। তবে তিনি কতদিন ভারতে থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের বেশি সময় ধরে ভারতে রয়েছেন। গত বছর ‌‘জুলাই আন্দোলন’-এর পর তিনি ক্ষমতাচ্যুত হন। সে সময় তিনি ভারতে আশ্রয় নেন।

আরও পড়ুন>>>জামায়াত নেতাকে কোপালো ছাত্রলীগ কর্মী

শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে। এ কারণেই বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে।

এ পরিস্থিতিতে ঢাকা হাসিনাকে ফেরত চেয়ে দ্বিতীয়বার ভারতকে চিঠি পাঠিয়েছে। তবে ভারত এখনও সে চিঠির কোনো উত্তর দেয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার (০৫ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রেক্ষিতে শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন ইচ্ছে, ততদিন ভারতে থাকতে পারেন? সে প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে (জুলাই আন্দোলন) এসেছিলেন। আমার মনে হয়, তার সাথে যা ঘটেছে তার পেছনেও সে পরিস্থিতিই রয়েছে। কিন্তু আবারও বলছি, এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন, তাদের থেকে আমরা শুনেছি যে, আগে যেমনভাবে নির্বাচন হতো, তা নিয়ে তারা অসন্তুষ্ট। সেটাই যদি হয়, তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, এ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক মহলে। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের মঙ্গল কামনা করে। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি, অন্যান্য গণতন্ত্রে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের ইচ্ছে প্রকাশ করতে পারে। আমি নিশ্চিত, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলাফল সামনে আসবে, তার পরে ভারতের সঙ্গে সম্পর্কের প্রতি ভারসাম্যের দৃষ্টিভঙ্গি থাকবে বাংলাদেশের এবং পরিস্থিতির উন্নতি হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়