Apan Desh | আপন দেশ

নেতানিয়াহুকে নিয়ে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫৯, ১ ডিসেম্বর ২০২৫

নেতানিয়াহুকে নিয়ে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

কমলা রঙের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমা চেয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আবেদন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর তেল আবিবজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো ইসরায়েলি বিক্ষোভ করে। এই বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিসহ অনেকে অংশ নেন। 

একজন বিক্ষোভকারী কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে প্রতিবাদ জানান।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্যানুযায়ী, নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের তিনটি মামলায় বিচারাধীন। চলমান এসব মামলায় দোষ স্বীকার বা কোনো ধরনের অনুশোচনা না করে ক্ষমার আবেদন করার কয়েক ঘণ্টা পর এই বিক্ষোভ শুরু হয়।

সরকারবিরোধী আন্দোলনকর্মী শিকমা ব্রেসলার বলেন, ‘নেতানিয়াহু কোনো দায়ভার না নিয়ে, দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার কোনো মূল্য না দিয়ে, বিচার বাতিল করতে চাইছেন। ইসরায়েলের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে।’

নেতানিয়াহু ইসরায়েলের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন। তার আইনজীবীরা প্রেসিডেন্টের দফতরে পাঠানো এক চিঠিতে বলেন, ‘প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন আইনি প্রক্রিয়ার ফল হবে বেকসুর খালাস।’

নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আজ আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি, দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এ উদ্যোগকে সমর্থন করবেন।’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কার্যালয় রোববার নেতানিয়াহুর এই অনুরোধ পাওয়ার কথা জানিয়ে আইনজীবীদের পাঠানো চিঠিটি প্রকাশ করে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়