
ছবি: সংগৃহীত
যুদ্ধ বিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরওে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন।
স্থানীয় সময় বিবৃতিতে হামাস জানিয়েছে, চুক্তির শর্তানুসারে সে দুই জিম্মির মরদেহের বিনিময়ে বুধবার (২২ অক্টোবর) ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিরতি।
ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন, সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিল, গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির লাশ। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক বেশ কয়েক জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব।
আরও পড়ুন<<>>এবার পশ্চিম তীর দখলের বিল অনুমোদন ইসরায়েলি পার্লামেন্টে
পয়েন্টে আরও বলা হয়েছিল, প্রতি মৃত জিম্মির দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির লাশ হস্তান্তর করবে ইসরায়েল।
সংঘাতের দুই বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েক জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হিসেব অনুযায়ী, শেষ পর্যন্ত হামাসের হাতে ছিল ৪৮ জন ইসরায়েলি জিম্মি। তবে হামাস জানিয়েছিল, এ জিম্মিদের মধ্যে জীবিত আছেন ২০ জন। বাকি ২৮ জন মারা গেছেন।
যুদ্ধবিরতির পর তৃতীয় দিন অর্থাৎ ১৩ অক্টোবর জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তার পর মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর শুরু করে।
গাজার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এ পর্যন্ত ইসরায়েলের কাছে ১৫ জন মৃত জিম্মির মরদেহ এবং দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে। বাকি ১৩ জিম্মির মরদেহও ফেরত দেয়া হবে। সর্বশেষ মঙ্গলবার ২ জন জিম্মির মরদেহ তেল আবিবকে ফেরত দেয়া হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।