
ফাইল ছবি
নাম তার সংগ্রুরাম। বয়স ৭৫ বছর। একাকী জীবনে নিঃসঙ্গতা পেয়ে বসেছিল। তাই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কনের বয়স ৩৫ বছরের কম। তবে সঙ্গীর আকাঙ্ক্ষা পূরণ হলেও সঙ্গীর সঙ্গে জীবন কাটানো হলো না সংগ্রুরামের। বিয়ের পরদিন সকালেই মারা যান তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জৈনপুর জেলার কুছমুছ গ্রামে। বছরখানেক আগে স্ত্রীকে হারান সংগ্রুরাম। সে থেকে একাই বসবাস করছিলেন। সন্তানও নেই। কৃষিকাজ করে সময় কাটে। নিঃসঙ্গতা পেয়ে বসায় এ বয়সেও বিয়ের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন>>>বাজেট পাসে ব্যর্থ সিনেট, যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন
আত্মীয়রা জানান, সংগ্রুরামকে নতুন করে বিয়ে করতে মানা করেছিলেন অনেকেই। তবে তিনি শুনেননি। অবশেষে গত সোমবার বিয়ের পিঁড়িতে বসেন ৭৫ বছরের এ প্রবীণ। জালালপুরের বাসিন্দা মানভাবতীকে (৩৫) বিয়ে করেন তিনি। গ্রামের মন্দিরে ধর্মীয় রীতি পালন করেন নবদম্পতি।
রাত পেরিয়ে সকাল হতেই হঠাৎ সংগ্রুরামের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয় ও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ের পরদিন সংগ্রুরামের মৃত্যুর ঘটনা গ্রামে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, বয়স হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ সন্দেহের চোখে দেখছেন। বলছেন, সামগ্রিক ঘটনায় সন্দেহের অবকাশ রয়েছে। এ মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত কিংবা ময়নাতদন্ত করা হবে কি না, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।