
নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুন
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় আবার আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। বুধবার (০১ অক্টোবর) বিকেলে দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিক্ষুব্ধ লোকজন শহরের উত্তর তেহমনী এলাকার জড়ো হন। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যান। পরে তারা বাড়িটির নিচতলায় আবার আগুন দেন।
আরও পড়ুন>>>‘প্রধান উপদেষ্টার আলজাজিরায় দেয়া বক্তব্য প্রশ্নবিদ্ধ’
৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরীর বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।
ঘটনাস্থলে উপস্থিত যুবক মেহেদী হাসান বলেন, স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সে সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ না দেয়া হয়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, সাবেক এমপির বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।