
রুহুল কবির রিজভী।
মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ সবাই মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সবাই মিলে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। এ দেশকে যেউ যদি নয়া উপনিবেশ সৃষ্টির চেষ্টা করে সেটা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, জিয়াউর রহমানের ডাকে সব ধর্মবর্ণের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, সবাই মিলেই দেশ গঠন করেছে, এখন বিভাজন করা যাবে না।
বুধবার (০১ অক্টোবর) বিকেলে নয়া পল্টন থানা সর্বজনীন পূজা কমিটির আয়োজিত সনাতনি সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, বিগত আওয়ামী লীগের সময়ে দেশের মানুষের সম্প্রীতির বন্ধনকে নানা রাজনৈতিক কারণে বিভাজন করা হয়েছিল। পার্শ্ববর্তী দেশ এখনো বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে। রিজভী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, পূজা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। হাসিনা পতনের অর্জন সবার, কোনো বিশেষ দলের নয়।
আরও পড়ুন>>>‘প্রধান উপদেষ্টার আলজাজিরায় দেয়া বক্তব্য প্রশ্নবিদ্ধ’
এর আগে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, জাতিসংঘের সভায় প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন—অনেকে তাকে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলেছেন। রিজভী প্রশ্ন করেন, এ ধরনের বক্তব্য দিয়ে তিনি কী বার্তা দিচ্ছেন?
তিনি বলেন, প্রধান উপদেষ্টা কতদিন ক্ষমতায় থাকবেন, তা নির্ভর করে জনগণের আকাঙ্ক্ষার ওপর।
রিজভী আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকার সময়ও প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে নিশ্চিত করেছিলেন। এখন তিনি ক্ষমতায় থাকা নিয়ে কথা বলায় মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। বিদেশ থেকে অর্থনৈতিক লোন আসার কথা থাকলেও গত এক বছরে কেউ কিছু দেয়নি। দেশের ব্যাংকগুলো এখন একেবারেই শূন্য।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।