Apan Desh | আপন দেশ

‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ইউনূস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ইউনূস

‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ নিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক হাই-লেভেল গ্লোবাল এডুকেশন ডিনারে বিশেষ সম্মাননা পেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। 

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষার প্রসারে প্রফেসর ইউনূসের আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন।

ড. ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা জানানো হয়। তবে ইউনূসের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণভিত্তিক কাজ এবং শিক্ষাকে মিশনের অংশ করার উদ্যোগ উপস্থিত অতিথিদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন<<>>নিউইয়র্কের ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

এসময় গর্ডন ব্রাউন বলেন, গত ৫০ বছরে কোনো বেসরকারি খাতের প্রকল্প মানুষের দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের মতো অবদান রাখতে পারেনি।

পুরস্কার গ্রহণকালে প্রফেসর ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। আর্থিক ব্যবস্থার দরজা খুলে দিলে কেউ আর দরিদ্র থাকবে না। আমি ক্ষুদ্রঋণ সঙ্গে শিক্ষাকেও যুক্ত করেছি, যাতে নারীরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে।

তিনি প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুদের ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেয়া উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহারের শিক্ষা দিতে হবে।

ড. ইউনূস আরও বলেন, মানবজাতির সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়