
ছবি: আপন দেশ
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতেই নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বহাল থাকবে। আগামী ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেয়া হবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকায় উল্লেখ করা হয়, ধর্মীয় উৎসবগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপনের সুযোগ দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।