Apan Desh | আপন দেশ

‘নোবেল পুরস্কার পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘নোবেল পুরস্কার পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন’

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে। এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে।

ম্যাক্রোঁ বলেন, একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে। কিন্তু যুক্তরাষ্ট্র করছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া এক দীর্ঘ বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেন, আমাদের গাজার যুদ্ধ এখনই থামাতে হবে। এখনই শান্তি আলোচনা শুরু করতে হবে।

আরওপড়ুন<<>>ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি

ম্যাক্রোঁ বলেন, আমি দেখছি- একজন আমেরিকান প্রেসিডেন্টকে যিনি সম্পৃক্ত, যিনি আজ সকালে বলেছেন, আমি শান্তি চাই। আমি ৭টি সংঘাতের সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এ পুরস্কার সম্ভব কেবল তখনই যখন আপনি এ সংঘাত থামাবেন।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। তবে ট্রাম্প অবশ্য আগে থেকেই দাবি করে আসছেন যে, তিনি এ সম্মান পাওয়ার যোগ্য।

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য অন্য সবার চেয়ে বেশি কাজ করেছেন। তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন বলেই বিশ্বে স্থিতিশীলতা এসেছে। সূত্র রয়টার্স

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়