Apan Desh | আপন দেশ

ভারতীয় পণ্যের অর্ডার বন্ধ করল ওয়ালমার্ট-অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১২:৫৭, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৩২, ৮ আগস্ট ২০২৫

ভারতীয় পণ্যের অর্ডার বন্ধ করল ওয়ালমার্ট-অ্যামাজন

ছবি সংগৃহীত

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘোষণার পর থেকে ভারতের বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে বস্ত্র ও পোশাক আমদানির অর্ডার স্থগিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পোশাক এবং বস্ত্র সরবরাহ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মার্কিন ক্রেতাদের কাছ থেকে রফতানিকারীরা চিঠি এবং ইমেল পেয়েছেন।      

সূত্র জানিয়েছে, ক্রেতারা খরচের বোঝা ভাগাভাগি করতে অনিচ্ছুক এবং রফতানিকারকদের খরচ বহন করতে চান।

অধিক শুল্কের ফলে খরচ ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ডার ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ হ্রাস পেতে পারে, যার ফলে প্রায় ৪-৫ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির বেশিরভাগ করে থাকে ওয়েলসপান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট এবং ট্রাইডেন্টের মতো রফিতানিকারক সংস্থাগুলি। এ সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রিত পণ্যের প্রায় ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশ রফতানি করে।

এসব বাঘা বাঘা রফতানীকারকদের আশঙ্কা, শুল্ক বৃদ্ধির ফলে বারতের বরাদ্দ অর্ডার বাংলাদেশ এবং ভিয়েতনামেচলে যাবে, কারণ ওইসব দেশের উপর মার্কিন শুল্কের পরিমাণ মাত্র ২০ শতাংশ।

ভারতীয় বস্ত্র ও পোশাকের বৃহত্তম রফতানি গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট বস্ত্র ও পোশাক রফতানির ২৮ শতাংশই ছিল এ দেশটিতে, যার মূল্য ছিল ৩৬.৬১ বিলিয়ন ডলার।

ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ বৃহস্পতিবার (০৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে এবং আরও ২৫ শতাংশ রাশিয়ান তেল কেনার জন্য জরিমানা হিসেবে ২৮ অগাস্ট থেকে কার্যকর হবে।
 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি নির্ধারণ করছি যে ভারতের পণ্য আমদানির উপর অতিরিক্ত বিজ্ঞাপন মূল্য শুল্ক আরোপ করা প্রয়োজনীয় এবং উপযুক্ত। যা রাশিয়ান ফেডারেশনের তেল সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করে।

পাল্টা জবাবে ভারত বলেছে যে, মার্কিন শুল্ক অন্যায্য এবং অযৌক্তিক।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এ বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে যে- আমাদের আমদানি বাজারের বিষয়গুলির উপর ভিত্তি করে এবং ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। এটি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যে পদক্ষেপ করছে তার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে। সাউথ ব্লক সাফ জানিয়েছে যে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনাও বাতিল বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়