


ছবি: রয়টার্স

প্রকাশিত: ১৭:১২, ২৬ জুলাই ২০২৫
আপডেট: ১৭:৩২, ২৬ জুলাই ২০২৫
সংগৃহীত ছবি
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বিভিন্ন অঞ্চলে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হৃদয়বিদারক এসব দৃশ্যে স্বজন হারানো মানুষদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা পরিবেশ। হাসপাতালগুলোতে চিকিৎসকরা মানবিক বিপর্যয়ের কথা বলছেন, যারা দিনে দিনে শারীরিক চেয়েও মানসিকভাবে বেশি ভেঙে পড়ছেন।
চিকিৎসক সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। আহতদের অনেকেই চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বাঁচানোর সুযোগ পাচ্ছেন না। ধ্বংসস্তূপের মাঝে কান্নারত শিশু, কফিনের পাশে কাঁদছেন মা-বোনেরা, আর প্রার্থনায় মগ্ন মানুষদের মনোবল তলানিতে।
গত ২৪ ঘন্টার গাজার সাম্প্রতিক কিছু ছবি..
ছবি: রয়টার্স
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
সর্বশেষ
জনপ্রিয়