
ফাইল ছবি
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারি বেসামরিকদের ত্রাণ আটকে রাখার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব জনমত ক্রমশ বাড়ছে। বিশেষ করে সেখানে ৫ বছরের নিচের শিশুদের মারাত্মক অপুষ্টির ঘটনা গত দুই সপ্তাহে তিনগুণ বেড়ে যাওয়ার পর উদ্বেগ, ক্ষোভ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে আহবান জানিয়ে এক যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির রাজনৈতিক পরিমন্ডলের ২২০ জন এমপি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) তারা এ চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন। নয়টি রাজনৈতিক দলের এমপিরা এ চিঠিতে স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি লেবার পার্টির সদস্য।
তাদের মতে, যুক্তরাজ্যের এ স্বীকৃতি হবে একটি ‘বড় বার্তা’ এবং একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিঠিটি এমন এক সময় এসেছে যখন ফ্রান্স ঘোষণা দিয়েছে, তারা আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক জরুরি ফোনালাপের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের মিত্রদের সঙ্গে মিলে শান্তির পথ তৈরি করছি। একটি বাস্তবভিত্তিক রূপরেখা, যা ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে স্পষ্ট সমর্থন দেন, তবে এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে হবে যা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে নিয়ে যাবে এবং ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করবে। এর ফলে যারা ভোগান্তিতে আছে তাদের জীবনের উন্নতি ঘটাতে স্বীকৃতিটি সর্বাধিক কার্যকর হাতিয়ার হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্কটল্যান্ডে চার দিনের সফরে পৌঁছান, সেখানে সোমবার তার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়ার কথা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।