
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর ফলে ফ্রান্স হবে প্রথম জি ৭ দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাখোঁ এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, এখনের জরুরি প্রয়োজন হলো গাজার যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করা দরকার।
মাখোঁ লেখেন, একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত করতে হবে ও পুনর্নির্মাণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে তা পুনর্গঠন করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে।
ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাখোঁর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পদক্ষেপকে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেছেন।
জি৭ হলো বিশ্বের সাতটি প্রধান শিল্পোন্নত দেশের একটি গোষ্ঠী, যার মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান।
ম্যাখোঁ তার পোস্টে আরও লেখেন, মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি অনুগত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
ফ্রান্স এ ঘোষণার সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি চিঠিও পাঠান, যেখানে এ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মাখোঁ এক্স পোস্টে আরও বলেন, ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদার— সবার দায়িত্ব এটা প্রমাণ করা যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা চিঠি লিখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টকে (মাহমুদ আব্বাস) জানিয়েছেন বলেও উল্লেখ করেন মাখোঁ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।