Apan Desh | আপন দেশ

বন্যায় বিপর্যস্ত টেক্সাস: ৭৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:৫৮, ৭ জুলাই ২০২৫

বন্যায় বিপর্যস্ত টেক্সাস: ৭৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। যেখানে শুধু কের কাউন্টিতেই মারা গেছেন ৬৮ জন, যার মধ্যে ২৮ জনই শিশু। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৪১ জন। শুক্রবার (০৪ জুলাই) থেকে সেখানে বন্যা শুরু হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখনও অনেকে নিখোঁজ থাকায় কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে টেক্সাসে আরও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এর ফলে উদ্ধার অভিযানে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কের কাউন্টি পুলিশ।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী জানায়, উদ্ধার কার্যক্রম চলমার রয়েছে। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিখোঁজ সবাইকে খুজেঁ না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরওপড়ুন<<>>গাজায় ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনির প্রাণহানি

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার (০৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, নিখোঁজ প্রত্যেকের সন্ধান নিশ্চিত করতে অভিযান অ্যাহত থাকবে। এখনও ৪১ জন নিখোঁজ রয়েছে। ফেডারেল সরকার ত্রাণ সহায়তা শুরু করেছে । এছাড়া জরুরি অবস্থা বহাল রাখার কথাও জানান তিনি।

এমন বিভীষিকাময় সময়কে দুর্যোগ নয় জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আগামী শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, তার প্রশাসন টেক্সাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অ্যাবটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়