
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাজুড়ে ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি প্রাণহানি হয়েছে। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের।
রোববার (০৬ জুলাই) এ প্রাণহানির ঘটনা ঘটে। এর একদিন আগেই শনিবার (০৫ জুলাই) গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৮ জনের প্রাণহানি হয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজায় অব্যাহতভাবে চলা ইসরায়েলি হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।
আরওপড়ুন<<>>নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন গত জুনের শেষ দিকে জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি অনুদান দেয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ আছে, ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা থাকলেও মার্কিন প্রশাসনের দাবি, জিএইচএফ একমাত্র সংগঠন যারা গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করতে পেরেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, গাজায় ইসলায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৪১৮ জন নিহত ও এক লাখ ৩৬ হাজার ২৬১ জন আহত হয়েছেন।
দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এদিকে, গাজায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, শুক্রবার (০৪ জুলাই) সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।