Apan Desh | আপন দেশ

‘জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে হতাশ এনসিপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১৭ আগস্ট ২০২৫

‘জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে হতাশ এনসিপি’

ছবি: আপন দেশ

রাজনৈতিক দলগুলো জুলাই সনদের চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে। তবে খসড়ায় জুলাই সনদ বাস্তাবায়নের প্রক্রিয়া না থাকায় হতাশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৭ আগস্ট) জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এ হতাশার কথা জানান দলটির যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন।

এনসিপির এ নেতা বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বাস্তাবায়নের প্রক্রিয়া বলা হয়নি৷ আমরা এটা নিয়ে হতাশ৷ ‘নোট অব ডিসেন্টে’ যে বিষয়গুলো রয়েছে তা বাস্তবায়ন কীভাবে হবে তাও বলা হয়নি। মৌলিক সংস্কারের অংশ উচ্চকক্ষে পিআর, এ বিষয়ে কিছু বলা হয়নি বলেও জানান তিনি।

আরওপড়ুন<<>>জুলাই সনদ নিয়ে ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি

জাবেদ রাসিন বলেন, জুলাই সনদের সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন প্রস্তাবনাকে স্বাগত জানায়। তবে কোনো অপশক্তি যেন জুলাই সনদ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, তাই এ বিধানের প্রয়োজনীয়তা রয়েছে বলেন মন্তব্য করেন তিনি।

জুলাই সনদের ব্যাখ্যা আপিল বিভাগের কাছে ন্যাস্ত রাখার দাবি জানিয়েছেন এনসিপির এ নেতা। তিনি বলেন, নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি দাবি করেছি আমরা। তবে নিম্নকক্ষে পিআর থাকলে কোয়ালিশন সরকার হওয়ার সম্ভাবনা থেকে যায়, যা সরকারকে দুর্বল করবে৷

নির্বাচনের আগেই উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি সুরাহা হওয়া দরকার বলেও মন্তব্য করেন জাবেদ রাসিন।

উল্লেখ্য,  শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়