Apan Desh | আপন দেশ

মোদির সঙ্গে দর কষাকষি নিতীশের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ৫ জুন ২০২৪

মোদির সঙ্গে দর কষাকষি নিতীশের

ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। আর এতেই ‘দর’ বেড়ে গেছে নিতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর মতো নেতাদের। সে সুযোগ নিয়ে ইতোমধ্যেই বিজেপির সঙ্গে ‘দর কষাকষি’ শুরু করেছেন নিতীশ কুমার।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ বাড়ানোর জন্য দাবি জানাবেন তিনি। এমনকি চারটি মন্ত্রণালয়ও দাবি করবেন তিনি। এখানেই শেষ নয়, পাশাপাশি বিহারে দ্রুত নির্বাচনেরও দাবি জানাতে চলেছেন নিতীশ কুমার।

নিতীশ কুমার নামটি এ মুহূর্তে সবচেয়ে আলোচিত ভারতীয় রাজনীতিতে। ”নিতীশ তুমি কার?” নির্বাচনের পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় রাজনীতিতে। নিতীশের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) যে বিজেপির দিকেই ঝুঁকে আছে- সেকথা বলাই বাহুল্য। 

নিতীশ কুমার বরাবরই রাজনীতিতে নিজের এবং দলের স্বার্থ ছাড়া কোনো কিছুই করেন না। আর বিজেপি ব্যাকফুটে যেতেই পাল্টা তাদের সঙ্গে এবার দর কষাকষি শুরু করে দিলেন নিতীশ কুমার। নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে আনতে, পাল্টা নিতীশ দাবি করতে চলেছেন ৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদ।

জেডিইউ-এর হাতে রয়েছে ১২ জন সাংসদ। অন্ধ্র প্রদেশের টিডিপিও সমর্থন দিতে চলেছে বিজেপিকে। কিন্তু সমস্যা তৈরি করতে চলেছেন নিতীশ কুমার। 

এক নিতীশ কুমারই ১২টি আসনের জন্য এতো কিছু চান। সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুও যে বসে থাকবেন না, তা বলাই বাহুল্য। নির্বাচনের আগেই অবশ্য জেডিইউকে জানানো হয়েছিল, তাদের তিনটি ক্যাবিনেট মন্ত্রণালয় এবং একটি রাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে। এক্ষেত্রে আরও একটি রাষ্ট্রমন্ত্রীর পদ জেডিইউ বাড়াতে চাইছে, পাশাপাশি চাইছে চারটি ক্যাবিনেট মন্ত্রণালয়।

নিতীশ কুমারের দলের এক শীর্ষনেতা জানিয়েছেন, রেল মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, গ্রামোন্নয়নের মতো মন্ত্রণালয় চান তারা। যাতে রাজ্যের জন্য উন্নতি করতে পারেন।

বিহারে গত ১৮ বছরে ভালো উন্নতির চেষ্টা চালিয়েছে নিতীশ কুমারের সরকার। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এতগুলো মন্ত্রণালয় চাইছেন তারা। লোকসভা ভোটে বিহারে জেডিইউ এবং বিজেপির জোটের ফল ভালো হয়েছে। তাই নিতীশ কুমার চাইছেন, এ হাওয়াকে কাজে লাগিয়েই সেখানে দ্রুত বিধানসভা নির্বাচন করতে। যাতে জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে থাকতে পারেন তারা। 

চলতি বছরের জানুয়ারিতে নিতীশ কুমার আরজেডি ছেড়ে বিজেপির সঙ্গে ফের বিহারে সরকার গঠন করেন। এরপর থেকেই সেখানে দ্রুত বিধানসভা নির্বাচন আয়োজনের জন্য সরব হয়েছে এনডিএ জোটের শরীক দলগুলো। ২০২৫ সালের নভেম্বরে বিহারের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা।

বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির কাছে আরও একটা দাবি করতে চলেছেন। আর সেটা হল রাজ্যের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা। বিহারে ৯৪ লাখ গরিব পরিবারকে ২ লাখ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জেডিইউ। সেই প্রতিশ্রুতি পূরণে যাতে সমস্যা না হয়, সেজন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধির আবেদন করতে চলেছেন তারা। 

বিহার সরকার আগামী পাঁচ বছরের জন্য আড়াই লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। এ বরাদ্ভ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির পরিবারের জন্য। সে অর্থের জোগানে যাতে টান না পড়ে এবং রাজ্যের পিছিয়ে পড়া মানুষ যাতে পর্যাপ্ত সাহায্য পান, সেই লক্ষ্যেই অনড় জেডিইউ। 

উন্নয়নের জন্য বিহারকে বিশেষ স্বীকৃতি দেয়ার আবেদনও করতে চলেছে নিতীশ কুমারের দল। কারণ, বিধানসভা নির্বাচনের আগে এ দর কষাকষিতে এগিয়ে থাকতে পারলে অনেকটাই স্বস্তিতে থাকবে জেডিইউ।

তথ্যসূত্র-হিন্দুস্তান টাইমস।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা