Apan Desh | আপন দেশ

চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি, সর্বভারতীয় হিন্দু স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ২৮ আগস্ট ২০২৩

চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি, সর্বভারতীয় হিন্দু স্বামীর

ফাইল ছবি

ভারতের পাঠানো মহাকাশযান চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের পর এবার সেই চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি উঠল। সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ এই দাবি তুললেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। তিনি বলেছেন, আমি চাই ভারতীয় পার্লামেন্ট একটি প্রস্তাবের মাধ্যমে চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করুক।

বুধবার চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অবতরণস্থলের নাম দিয়েছেন ‘শিব শক্তি’।

আরও পড়ুন: চাঁদ থেকে ভিডিও পাঠাল চন্দ্রযান

আর চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার পর সেই ‘শিব শক্তি’ পয়েন্টকে ওই রাষ্ট্রের রাজধানী ঘোষণার আহ্বান জানিয়েছেন স্বামী চক্রপাণি।

তিনি বলেছেন, চন্দ্রযান-৩ যেখানে অবতরণ করেছে সেই শিব শক্তি পয়েন্টকে রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। কোনও সন্ত্রাসী জিহাদি মানসিকতা নিয়ে যাতে সেখানে পৌঁছতে না পারে এবং কোনও কট্টরপন্থী ও সন্ত্রাসবাদের বিকাশ হওয়ার আগেই চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত। সূত্র: এনডিটিভি,  ইন্ডিয়া টুডে

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়