Apan Desh | আপন দেশ

‘বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে...’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ২৭ জুন ২০২৩

আপডেট: ১৬:০৯, ২৭ জুন ২০২৩

‘বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে...’

ফাইল ছবি

‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’ এরপর ‘বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন।’- নিজের ফেসবুক পেজে এমন কথায় কি বুঝাতে চেয়েছেন আবেদনময়ী ছবি পোষ্টে একধাপ এগিয়ে থাকা নায়িকা মিম। 

মিম বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সিদ্দিক-মিমের বিচ্ছেদের পেছনে বড় একটি কারণ- মিম শোবিজে কাজ করতে চেয়েছিলেন আর সেখানে বাধা দিয়েছিলেন সিদ্দিক। এ নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে। অবশেষে ২০১৯ সালে বিচ্ছেদ। 

অভিনয়ে নেই তবে মডেলিংয়ে নিয়মিত মারিয়া মিম। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়েই আবেদনময়ী রূপে হাজির হন মিম। শুধু ছবিই নয়, আপত্তিকর ক্যাপশনের কারণেও বহুবার আলোচনায় এসেছেন তিনি।

আরও পড়ুন <> নিষিদ্ধ হওয়ার পর ব্যস্ততা আরও বেড়েছে: জেবা

সম্প্রতি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন মিম। যেখানে বধূবেশে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে তাকে। ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন।’

মিমের এমন ক্যাপশনে ভক্তদের মাঝে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অধিকাংশই সেই ছবিতে নেতিবাচক মন্তব্য করেছে। যদিও ভক্তদের এসব কোনো মন্তব্যরই জবাব দেননি তিনি।

এর আগে, এই মডেলকে দেখা যায় বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে শুয়ে থাকতে। ওই ছবির ক্যাপশনেও মিম লিখেছিলেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে’।

উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ঢাকা-১৭ আসনে নির্বাচনের লড়াইডয়ের জন্য মনোনয়পত্র কিনেছিলেন কিন্তু দলীয় সমর্থন পাননি। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা