Apan Desh | আপন দেশ

মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪০, ১২ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ পেলেন হিরো আলম

ছবি : আপন দেশ

উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

আগে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও হাইকোর্টের আপিল বিভাগ সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট করেছেন। 

আরও পড়ুন : এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর

পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের সমর্থকরা রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়