Apan Desh | আপন দেশ

গুরুতর অসুস্থ নচিকেতা, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ৭ ডিসেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ নচিকেতা, হাসপাতালে ভর্তি

নচিকেতা চক্রবর্তী। ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। শনিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (০৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, হার্টের সমস্যার কারণে নচিকেতা চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই মুহূর্তে গায়কের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পরিবারের তথ্যমতে, গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন। রোববার আরেকটি শো থাকার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় আগামী সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন : পোস্ট দিয়ে ডিলিট করলেন নায়িকা

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়। 

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারভাইকাল নয়, এবার হার্টের সমস্যায় চিকিৎসাধীন এই জনপ্রিয় শিল্পী। পরিবারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়