Apan Desh | আপন দেশ

বিয়ের আগেই দুই সন্তানের মা, কে এই অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ৩ অক্টোবর ২০২৫

বিয়ের আগেই দুই সন্তানের মা, কে এই অভিনেত্রী?

ছবি: সংগৃহীত

বলিউডের যেসব অভিনেত্রীর অভিষেক দক্ষিণি সিনেমার মাধ্যমে হয়েছিল, তাদের মধ্যে রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা, হেমা মালিনী ও শ্রীদেবী অন্যতম। কিন্তু এমন একজন অভিনেত্রী আছেন, যিনি শুধু সিনেমার জন্য নয়, ব্যক্তিগত কারণেও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি হলেন রেখার মা, পুষ্পাবল্লি।

১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে নাম লেখান পুষ্পাবল্লি। এরপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।

১৯৪০ সালে বিয়ে করলেও মাত্র ছয় বছরের মাথায় দাম্পত্য সম্পর্কে ভাটা পড়ে। স্বামীকে ছেড়ে আলাদা হয়ে যান এ অভিনেত্রী।

আরওপড়ুন<<>>সেঞ্চুরি করতে চান পরীমণি

পরে ‘মিস মালিনী’ ছবির নায়ক জেমিনি গণেশনের সঙ্গে সম্পর্কে জড়ান পুষ্পাবল্লি। তাদের সংসারেই জন্ম নেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা ও তার বোন। তবে দুই সন্তানের জন্ম হলেও জেমিনি গণেশন কখনও পুষ্পাবল্লিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি।

তবুও পুষ্পাবল্লী জীবনের শেষ পর্যন্ত জেমিনিকেই সঙ্গী হিসেবে মেনে নেন।

১৯৯১ সালে মারা যান পুষ্পাবল্লি। চলচ্চিত্র জগতে জনপ্রিয়তা পাওয়া এ অভিনেত্রী বাস্তব জীবনে ছিলেন সংগ্রামী এক নারী। যিনি রেখে গেছেন বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র—রেখাকে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়