
ছবি: সংগৃহীত
শর্তসাপেক্ষে শিগগিরই প্রত্যাহার হতে যাচ্ছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এক যৌথ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সমাধান আসার কথা রয়েছে।
গত ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে ওই এলাকার হাউস মালিকদের শুটিংয়ের জন্য ঘর ভাড়া না দেয়ার আহবান জানানো হয়। জনসমাগম, শব্দ দূষণ এবং এলাকাবাসীর ভোগান্তির কথা তুলে ধরেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে নির্মাতাদের প্রতিবাদ এবং বাংলাদেশ ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর নতুন করে আলোচনার উদ্যোগ নেয়া হয়।
সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, আবাসিক এলাকার পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। তবে শুটিং ইউনিটগুলো নিয়ম মেনে চললে, এলাকার শান্তি বিঘ্ন না ঘটালে সমন্বয়ের মাধ্যমে চলা সম্ভব। আশা করছি, আজকের বৈঠকে একটি যৌক্তিক সমাধান মিলবে।
আরওপড়ুন<<>>মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রীর শোক
শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, ৩০ বছর ধরে আমরা এ ব্যবসার সঙ্গে জড়িত। হঠাৎ নিষেধাজ্ঞা দিলে কোনো সমাধান হয় না। আলোচনার মাধ্যমেই গঠনমূলক পথ বের হওয়া উচিত।
বর্তমানে সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে। সেগুলো হলো- লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২। এছাড়াও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয়।
এদিকে, শুটিং নিষেধাজ্ঞার ঘোষণায় নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্য, শুটিং হাউসগুলোর কার্যক্রম বন্ধ হলে নাটক ও সিনেমা নির্মাণ ব্যাহত হবে এবং অনেকেই কর্মহীন হয়ে পড়বেন।
সব পক্ষের আলোচনার ভিত্তিতে এখন একটি বাস্তবসম্মত সমাধানের দিকে অগ্রসর হচ্ছে বিষয়টি। কিছু নতুন শর্ত আরোপ করে শুটিং কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনাই প্রবল বলে জানা গেছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।