Apan Desh | আপন দেশ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রীর শোক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২৬ জুলাই ২০২৫

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রীর শোক

পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। অনেকেই এ ঘটনায় মর্মাহত। এবার প্রতিবেশী দেশ পাকিস্তানের অভিনেত্রী ইয়ুমনা জায়েদি বাংলাদেশের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।

তার স্টোরির সঙ্গে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার ইমোজি ও একটি ভালোবাসার প্রতীক—নিঃশব্দে প্রকাশ পেয়েছে তার হৃদয়ের ব্যথা ও শ্রদ্ধা।

আরওপড়ুন<<>>২৪টি অ্যাপ-ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

ইয়ুমনার পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি তারকাও ঘটনাটি নিয়ে উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, শিশুদের মৃত্যুর খবর যেন চোখে অন্ধকার নামিয়ে আনে। তাদের কথা ভাবলেই বুক হুহু করে কেঁদে ওঠে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরের পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-সেভেন) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় ভবনে, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চলছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৩৫ এ দাঁড়িয়েছে। 

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়