Apan Desh | আপন দেশ

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১৫ জুলাই ২০২৫

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী

কাং সিও হা

দীর্ঘদিন পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মাত্র ৩১ বছর বয়সেই মারা গেলেন কে-ড্রামার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তরুণ মেধাবী এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান বিনোদন জগতে।

কাং সিও হা’র পরিবারের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সিও হার শেষকৃত্য হবে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ব্যানপো ডং-এ অবস্থিত ফিউনারেল হলের রুম ৮-এ। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।

আরওপড়ুন<<>>‘পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি’

কাং সিও’র মৃত্যুর খবর জানিয়ে তার বোন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছো।

তিনি আরও লেখেন, যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে আরও খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।

উল্লেখ্য, ১৯৯৪ সালে জন্ম নেয়া কাং সিও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের স্কুল অফ ড্রামা থেকে স্নাতক করেন। ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ দিয়ে। তবে ‘ফার্স্ট লাভ এগেইন’ নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করেছেন।

তরুণ এ অভিনেত্রীর অকাল মৃত্যুতে কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়